March 22, 2021
MATHRAKI - 9262948 - LPG TANKER | Maritime-Connector.com
জাপানের মেরুবিনি কনসোর্টিয়াম এর সাথে দেশের সর্ববৃহৎ গভীর সমুদ্রে এলপিজি টার্মিনাল করার জন্য MOU সাক্ষর করা হয়েছে।

প্রায় এক মিলিয়ন টন বা ১০ লক্ষ টন স্টোরেজ থাকবে এই বিশাল টার্মিনালের।

মহেশখালীতে সমুদ্রে সরাসরি মাদার ভেসেল ভীড়ে সেখান থেকে স্টোরেজে চলে যাবে এলপিজি।

এতদিন চট্টগ্রাম বা মংলা বন্দরে মাদার ভেসেল থেকে ছোট জাহাজে ট্রান্সফার করে এরপর সারা দেশে ছড়িয়ে দিতে খরচ বেশি পড়ত।

ডিপ সি টার্মিনাল নির্মিত হলে প্রতি টনে বেঁচে যাবে $৩৫-৪০ ডলার। আর গ্রাহক পর্যায়ে ছোট ১২ কেজির সিলিন্ডারের দাম ৩০-৪০ টাকা খরচ কমে যাবে।

এই প্রকল্পে মোট বিনিয়োগ হবে $৩০৫ মিলিয়ন।