Site icon The Bangladesh Chronicle

জাতীয় দলে ফেরার প্রস্তুতি নেবেন তামিম

জাতীয় দলে ফেরার প্রস্তুতি নেবেন তামিম

জাতীয় দলে ফেরার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন তামিম ইকবাল। বিসিবির ট্রেনারের অধীনে শিগগিরই ফিটনেস নিয়ে কাজ করতে দেখা যেতে পারে বাঁহাতি এ ওপেনারকে। 

বোর্ডের একটি সূত্রে জানা গেছে, ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে ফিটনেস ট্রেনার চেয়েছেন তিনি। পুরো অনুশীলন সুবিধা চেয়েছেন তামিম। তবে কবে থেকে ফিটনেস নিয়ে কাজ শুরু করবেন, তা জানা যায়নি। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর থেকে জাতীয় দলে খেলছেন না তামিম। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় জাতীয় দলে ফেরা হয়নি তাঁর। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় তামিমের এখন জাতীয় দলে খেলতে সমস্যা হওয়ার কথা নয়। শিগগিরই হয়তো প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তামিমের সঙ্গে কথা বলবেন।

এ ব্যাপারে গতকাল জানতে চাওয়া হলে লিপু বলেন, আগে সিদ্ধান্ত ছিল, বোর্ড সভাপতির সঙ্গে কথা বলবে। সেই সিদ্ধান্তের আলোকে আমরা কাজ শুরু করব। আমার মনে হয়, এখন অনেক কিছু বদলে গেছে। তামিম ইকবালের মতামতটা তার সঙ্গে কথা বলে জানার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই।

samakal

Exit mobile version