- ২৪ ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে এই সাক্ষাৎ হয়।
বুধবার জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে দুই নেতার মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে অধ্যাপক ইউনূস অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গেও ধারাবাহিক বৈঠক করছেন। একই দিনে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে পৃথক সাইডলাইন বৈঠকে মিলিত হন।
এর আগে, প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কের একটি হোটেলে ‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি) আয়োজিত এই অনুষ্ঠানে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।

