Site icon The Bangladesh Chronicle

জাকের জানালেন, ‘আলহামদুলিল্লাহ ভালো আছি’

গতকাল শেষ ওয়ানডেতে বাংলাদেশের জন্য যেন শনিই ভর করেছিল চট্টগ্রামে। লঙ্কানদের ব্যাটিং চলাকালে টাইগারদের মোট ৪ ক্রিকেটার ইনজুরির কবলে পড়েছেন। এদের মাঝে এনামুল হক বিজয় মাঠে ফিরে এলেও মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার এবং জাকের আলি অনিক আর মাঠে ফিরতে পারেননি। জাকেরকে নেওয়া হয়েছে হাসপাতাল পর্যন্ত।

ওয়ানডেতে ডাক পেলেও অভিষেক হয়নি জাকের আলী অনিকের। সৌম্য সরকারের বদলি হিসেবে ফিল্ডিংয়ে নেমেছিলেন তিনি। আর তাতেই বিপদে পড়েন। লঙ্কান ব্যাটার প্রমোদ মাদুশানের ক্যাচ নেওয়ার পথে সংঘর্ষ হয় এনামুল হক বিজয় ও জাকেরের। এনামুল অবশ্য ক্যাচ নিয়েছেন ঠিকই। তবে জাকের চোট পেয়ে শুয়ে থাকেন অনেকক্ষণ। এরপর স্ট্রেচারে করে তাকে মাঠ থেকে বের করে নেওয়া হয়। এরপর জাকেরকে নিয়ে দ্রুতই নেওয়া হয় বেসরকারি হাসপাতাল অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করা হয় জাকেরের মাথায়। তাতে কোন সমস্যা খুঁজে না পেলেও পর্যবেক্ষণ করা চিকিৎসকরা জাকেরের ঘাড়ে চোট সনাক্ত করেছেন। তার ঘাড়ে ব্যথা আছে। এছাড়া এই ধরনের চোটে সাময়িক দৃষ্টিবিভ্রমও হতে পারে।

মঙ্গলবার সকালে জাকের আলী অনিক নিজেই জানালেন তার সর্বশেষ অবস্থার খবর। নিজের ফেসবুক স্টোরিতে জাকের জানালেন, ‘আলহামদুলিল্লাহ ভালো আছি।’

samakal
Exit mobile version