Site icon The Bangladesh Chronicle

জয় শাহর কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়েছে বিসিবি

Bangladesh's Mustafizur Rahman(C)celebrates with teammates after the dismissal of New Zealand's Henry Nicholls during the World T20 cricket tournament match between Bangladesh and New Zealand at The Eden Gardens Cricket Stadium in Kolkata on March 26, 2016. / AFP / Dibyangshu SARKAR (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

জয় শাহর কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়েছে বিসিবি

দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজ কার্যালয়ের এই বৈঠক শেষে বিসিবি সভাপতি জানিয়েছেন, আসন্ন ভারত সফরে নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।

ক্রিকেটারসহ নানা পক্ষের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের ভারত সফরে নিরাপত্তা নিয়ে জয় শাহর আশ্বাসের বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বিসিসিআই সচিব জয় শাহ, যিনি আগামী ডিসেম্বরে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন, তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের উদ্বেগের (নিরাপত্তা নিয়ে) কথা তাঁকে জানিয়েছি। তিনি বলেছেন, দ্বিপক্ষীয় সিরিজে এসব হুমকি বড় কোনো ব্যাপার নয়। তার পরও তারা বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে।’

ভারত সফরে ২টি টেস্ট ও ৩ টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট ও ৬ অক্টোবর গোয়ালিয়রের প্রথম টি২০ ম্যাচে ঝামেলা করার হুমকি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। বাংলাদেশ দলের ম্যাচগুলো এই দুই শহর থেকে সরিয়ে নিতে বলেছে তারা।

এর পেছনে সংগঠনটির দাবি, সম্প্রতি সরকার পরিবর্তনের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক হামলা হয়েছে। তবে তাদের হুমকি সত্ত্বেও সূচিতে কোনো পরিবর্তন আসছে না। ক্রিকেটারদের সঙ্গে এ বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়া তামিম ইকবাল। বিসিবি সভাপতি ও অধিনায়কের আগ্রহেই নাকি তিনি উপস্থিত ছিলেন।

samakal

Exit mobile version