Site icon The Bangladesh Chronicle

জয় ও পুতুলের নথি চেয়ে এনবিআরকে দুদকের চিঠি

logo

নয়া দিগন্ত অনলাইন
সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল |ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশন ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) বিভিন্ন প্রতিষ্ঠানের দান-অনুদান সংক্রান্ত তথ্য চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে একটি চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৩ জুলাই) দেয়া এ চিঠি সম্পর্কে সোমবার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো: আকতারুল ইসলাম জানান, চিঠিতে সময়ের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে আজকের মধ্যে এনবিআরের কাছে এ সংক্রান্ত তথ্য দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের অর্থ অনিয়মের মাধ্যমে আত্মসাতের অভিযোগ রয়েছে। পাশাপাশি, সিআরআই ট্রাস্টি সজিব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা পরিবারের আরো কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারের অভিযোগ উঠেছে।

চিঠিতে দুদক উল্লেখ করা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র আইনানুগভাবে জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

এই অভিযোগের অনুসন্ধানে সাত সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করেছে দুদক। অনুসন্ধান টিমের নেতৃত্বে রয়েছেন উপপরিচালক মো: মনিরুল ইসলাম। টিমের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস এম রাশেদুল হাসান, এ কে এম মুর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন।

সূত্র : বাসস

Exit mobile version