Site icon The Bangladesh Chronicle

জমে উঠেছে হেডিংলি টেস্ট, লড়াই চলছে সেয়ানে সেয়ানে

logo

নয়া দিগন্ত অনলাইন
তৃতীয় দিন শেষেও ম্যাচ এখনো দুল্যমান |ইন্টারনেট

জমে উঠেছে হেডিংলি টেস্ট। চলছে ব্যাটে-বলে তুমুল লড়াই। তৃতীয় দিন শেষেও ম্যাচ এখনো দুল্যমান, যদিও দুই দলের প্রথম ইনিংসে ছোট লিড পেয়েছে ভারত। তবে দিনের বড় আক্ষেপ হ্যারি ব্রুকের সেঞ্চুরি মিস।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্টে রোববার তৃতীয় দিনের খেলায় মুখোমুখি হয় ভারত ও ইংল্যান্ড।

৩ উইকেটে ২০৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকেরা। ৪৬৫ রানে শেষ হয় তাদের ইনিংস।

প্রথম ইনিংসে ৪৭১ রান করা ভারত পায় ৬ রানের লিড। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষ হওয়ার আগে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৯০ রান। সব মিলিয়ে শুভমানদের পুঁজি ৯৬ রান।

দিনের বড় আক্ষেপ হ্যারি ব্রুকের সেঞ্চুরি মিস। খুব কাছে গিয়েও থামতে হয় ১১২ বলে ৯৯ রানে! অবশ্য দিনের শুরুতে তাকে ১০ রানে রেখে ফেরেন আগের দিনের সেঞ্চুরিয়ান ওলে পোপ। করেন ১৩৭ বলে ১০৬ রান।

শূন্য রানে দিন শুরু করা ব্রুক ও অধিনায়ক বেন স্টোকস মিলে খানিকটা সামলে নেয়ার চেষ্টা করলেও জুটি বড় হয়নি। সিরাজের শিকার হয়ে স্টোকস ফেরেন ৫২ বলে ২০ করে। সমান ৫২ বলে ৪০ রান করেন জেমি স্মিথ।

এই দু’জনের জুটি ভাঙে ৭৩ রানে। এরপর ক্রিস ওকসকে নিয়ে সেঞ্চুরির খুব কাছে পৌঁছে যান ব্রুক। তবে প্রাসিধ কৃষ্ণা ফেরান তাকে নার্ভাস নাইন্টিতে। ওকস করেন ৩৮ রান। বেন্ডন কার্সের ব্যাটে আসে ২২।

একাই পাঁচ উইকেট নেন বুমরাহ। ৪৬ টেস্টে এই নিয়ে ১৪ বার পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি। যেখানে ১২ বারই দেশের বাইরে। সমান ১২বার অতিথি দেশে ৫ উইকেট করে নিয়েছেন কপিল দেবও।

এদিকে শঙ্কায় থাকলেও শেষ পর্যন্ত ৬ রানের লিড পায় ভারত। তবে লিড নিয়ে তাদের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান যশস্বী জয়সাওয়ালকে দ্বিতীয় ইনিংসে শুরুতেই হারায় ভারত।

Exit mobile version