Site icon The Bangladesh Chronicle

জবি’র ভিসির দায়িত্ব পেলেন অধ্যাপক কামালউদ্দীন আহমদ

জবি’র ভিসির দায়িত্ব পেলেন অধ্যাপক কামালউদ্দীন আহমদ – ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমানের মেয়াদ পূর্তিতে পরবর্তী ভিসি নিয়োগ ও নবনিযুক্ত ভিসির কার্যভার গ্রহণ না করা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০(৩) ধারা মতে, অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

জবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা জানানো হয়।

অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ১৯৮৪ সালে শিক্ষকতা শুরু করেন। ১৯৯২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন। পরবর্তীতে তিনি এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হন। এছাড়াও তিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও আধুনিক ভাষা ইনস্টিটিউটে দায়িত্ব পালন করেছেন।

ইতোপূর্বে তিনি জামালপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৯ সালের নভেম্বর হতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র : বাসস

Exit mobile version