Site icon The Bangladesh Chronicle

জনসভার অনুমতি পেলো বিএনপি

জনসভার অনুমতি পেলো বিএনপি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মহানগর নাট্য মঞ্চে জনসভা করবে বিএনপি। আগামী শুক্রবার বাদ জুমা থেকে এই জনসভা শুরু হবে। জনসমাবেশ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি পেয়েছে বিএনপি। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

আজ বুধবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের সাথে জনসমাবেশের অনুমতির বিষয়ে সাক্ষাত করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

আব্দুস সালাম আজাদ বলেন, আমরা আজ অনুমতির জন্য অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের কাছে গিয়েছি। সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এই দুই জায়গার নাম প্রস্তাব করেছি। কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদের মহানগর নাট্য মঞ্চে জনসমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। শুক্রবার বাদ জুমা থেকে আমাদের জনসমাবেশের কার্যক্রম শুরু হবে।

Exit mobile version