Site icon The Bangladesh Chronicle

ছাত্রলীগের সাবেক নেতা ইসহাক আলীর মৃত্যু শ্বাসরোধে: মেঘালয় পুলিশ

ইসহাক আলী খান পান্না

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার লাশ পাওয়ার কথা জানিয়েছে ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ। গতকাল বৃহস্পতিবার মেঘালয় পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতা ইসহাক আলী দেশ ছেড়ে পালান বলে খবর পাওয়া যায়। বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের মেঘালয়ে তাঁর লাশ পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানাল রাজ্যটির পুলিশ।

ইসহাক আলী খান পান্নার লাশ উদ্ধার নিয়ে এনডিটিভির প্রতিবেদনস্ক্রিনশট: এনডিটিভি থেকে নেওয়া

মেঘালয় পুলিশের একাধিক সূত্রের ভাষ্য, ইসহাক আলীর লাশের ময়নাতদন্ত প্রতিবেদন বলছে, তাঁর মৃত্যুর কারণ শ্বাসরোধ।

মেঘালয় পুলিশ জানিয়েছে, ২৬ আগস্ট রাজ্যের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনা ভোই গ্রামের একটি সুপারিবাগানে অর্ধগলিত অবস্থায় লাশটি পাওয়া যায়। এলাকাটি ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে।

সূত্র জানায়, লাশের সঙ্গে পাওয়া পাসপোর্ট থেকে ইসহাক আলীর পরিচয় শনাক্ত করা হয়।

মেঘালয় পুলিশের একাধিক সূত্র বলেছে, ময়নাতদন্ত প্রতিবেদন বলছে, ইসহাক আলীর মৃত্যুর কারণ শ্বাসরোধ। গলা টিপে শ্বাসরোধের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

লাশটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে সূত্র।

ময়নাতদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে রাজ্য পুলিশ সূত্র জানিয়েছে, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর কপালে ঘর্ষণ ও ক্ষতচিহ্ন রয়েছে, যা তাঁর বাঁচার জন্য আপ্রাণ চেষ্টার বিষয়টিকে নির্দেশ করে থাকতে পারে।

prothom alo

Exit mobile version