Site icon The Bangladesh Chronicle

ছাত্রলীগের মঞ্চ ভেঙে হাসপাতালে ৮ জন

ছাত্রলীগের মঞ্চ ভেঙে হাসপাতালে ৮ জন – ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে মঞ্চ ভেঙে আহত হয়েছেন আট নেতা। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ৪টা দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরিকুল ইসলাম বাধান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো: জসিম উদ্দিন, বিএমএ ইসি মেম্বার মো: জাবেদ ও সাবরিনা চৌধুরী নামের এক নারী নেত্রী।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় তারা ঢাকেমের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে সাতজন বাড়ি ফিরেছেন। লিলি এখনো চিকিৎসাধীন আছেন।

মঞ্চ ভেঙে পড়ার পরপরই নেতাদের তুলতে ঝাঁপিয়ে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে হট্টগোল শুরু হলে পুলিশের নিরাপত্তায় উঠে দাঁড়ান ওবায়দুল কাদেরসহ ছাত্রলীগের বর্তমান-সাবেক নেতারা।

মঞ্চ ভেঙে পড়ার কিছুক্ষণ পর আবারো বক্তব্য শুরু করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বক্তব্য দেয়ার সময় আচমকা মঞ্চ ভেঙে পড়েছে। এটি একটি স্বাভাবিক ঘটনা। মঞ্চে অনেক নেতা ছিলেন। আমি বলবো, আমাদের আরো কর্মীর দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মী দরকার। এতো নেতা দরকার নেই। যেকোনো মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোকের সংখ্যা বেশি হয়। এতো নেতা কেন?’

এর আগে বিকেল ৩টায় অপরাজেয় বাংলার পাদদেশে র‌্যালি-পূর্ব অনুষ্ঠান শুরু হয়। গত ৪ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ছাত্রলীগ। তবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ হলো র‌্যালি।

Exit mobile version