Site icon The Bangladesh Chronicle

ছয় ছাত্রনেতার উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা

ছয় ছাত্রনেতার উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা

ভারত বিরোধী জনতাকে উসকে দেওয়া, ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের ছয় ছাত্র নেতা ও তাদের ঘনিষ্ঠ জনদের ভারতের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকা ভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা যায়, ইতিমধ্যে এই সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ইন্ডিয়ান হাইকমিশনে পাঠানো হয়েছে। দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় মিডিয়ার সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, এই তালিকায় আছেন গণঅধিকার পরিষদের নুরুল হক নুরু, গণতান্ত্রিক ছাত্র শক্তির আখতার হোসেন, সদ্য নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম, সমন্বয়ন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।

ডিপ্লোমেটিক নোটে এই ব্যক্তিবর্গের ঘনিষ্ঠ লোকদেরও ভিসা দেওয়ার আগে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত সরকারের উপদেষ্টা হওয়ায় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নাম সেখানে উল্লেখ করা হয়নি। এই নোটটি মাহফুজ আলম সরকারের অংশ হওয়ার আগেই পাঠানো হয়। ফলে বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হওয়ার পর মাহফুজ আলমের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কি না তা জানতে পারেনি দ্য মিরর এশিয়া।

এদিকে ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সরকার ঘনিষ্ঠ একজন সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বলেন, বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরির নেতৃত্ব দিচ্ছে নুরুল হক নুরু ও আখতার হোসেন। অন্যদিকে পেছন থেকে ভারত বিরোধী চেতনাকে শক্তিশালী করার কাজ করছে মাহফুজ আলম।

হাসনাত আবদুল্লাহর চিকেন নেক নিয়ে বক্তব্য ও নুসরাত তাবাসসুমের সেভেন সিস্টার নিয়ে ফেসবুকের স্টাটাসকে আমলে নেওয়া হয়েছে ভিসা নিষেধাজ্ঞায়।

themirrorasia

Exit mobile version