Site icon The Bangladesh Chronicle

চোটে পড়ে বাংলাদেশ ছাড়লেন উইল জ্যাকস

চোটে পড়ে বাংলাদেশ ছাড়লেন উইল জ্যাকস। – ছবি : সংগৃহীত

উইল জ্যাকস বাংলাদেশে এসেছিলেন সবার শেষে, ফিরলেন আবার সবার আগে। চোটে পড়ায় আজ (৫ মার্চ) বাংলাদেশ ছেড়েছেন এই ইংলিশ অলরাউন্ডার। ফলে মাত্র দু‘ম্যাচেই এবারের মতো বাংলাদেশ অধ্যায় শেষ হলো তার।

বাংলাদেশ সফরের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দলে আগে থেকেই ছিলেন উইল জ্যাকস। তবে ওয়ানডে দলে তার অন্তর্ভুক্তি ছিল বদলি হিসেবে। স্কোয়াডে থাকা টম অ্যাবলের চোটে কপাল খুলে জ্যাকসের, প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পান তিনি।

শুধু স্কোয়াডেই অন্তর্ভুক্তি নয়, সিরিজের প্রথম ম্যাচেই অভিষেকও হয়ে যায় জ্যাকসের। তবে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি, প্রথম ম্যাচে ২৬ ও দ্বিতীয় ম্যাচে আউট হন মাত্র ১ রান করে। তবে তৃতীয় ম্যাচে আর খেলা হচ্ছে না তার, দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় উরুতে চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন জ্যাকস।

চোট থেকে সেরে উঠতে দলের আগেই দেশে ফিরে যাচ্ছেন জ্যাকস। তবে বিকল্প হিসেবে এখনো কোনো ক্রিকেটারের নাম ঘোষণা করেনি ইসিবি। এদিকে জ্যাকসকে হারালেও ঠিকই সিরিজটা নিজেদের করে নিয়েছে ইংলিশরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে তারা।

 


Exit mobile version