- আন্তর্জাতিক ডেস্ক
- যুক্তরাষ্ট্র ও চীনের শুল্কযুদ্ধ ঘিরে টালমাটাল বিশ্ব বাজার। পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে বিপাকে দুই দেশের ব্যবসায়ীরাও। এমন পরিস্থিতিতে শুল্কযুদ্ধ থেকে পিছু হটার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা করছেন, একটি ভালো বাণিজ্যচুক্তির। খবর বিবিসি ও রয়টার্সের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংহোয়াইট হাউসে স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, শুল্ক আরও বাড়ুক, আমি সেটি চাই না। কারণ, একপর্যায়ে মানুষ আর কেনাকাটা করতে পারবে না। আমি হয়তো (শুল্ক) কমাতে পারি। কেননা আপনি চাইবেন, মানুষ কেনাকাটা করুক।
এপ্রিলের শুরুতে চীনসহ অন্তত ১০০টি দেশের ওপর উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এতে অনেক দেশ যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দেয়, শুল্ক স্থগিতের। তবে চীন পাল্টা মার্কিন পণ্যে শুল্ক আরোপ করায় ক্ষিপ্ত হন ট্রাম্প। তিনি চীনের পণ্যে শুল্ক বাড়াতে বাড়াতে শেষ পর্যন্ত ২৪৫ শতাংশে গিয়ে দাঁড়ায়।
গত ৯ এপ্রিল চীন বাদে অন্যান্য দেশের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। যদিও বেসলাইন শুল্ক হিসেবে সবার জন্য ১০ শতাংশ জারি রাখেন ট্রাম্প। আর এই ফাঁকে আগামী তিন মাসে নতুন বাণিজ্য নীতি নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করতে চান মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে যুক্তরাষ্ট্রের এই উচ্চশুল্ক যেন কার্যকর করা না হয়, সে জন্য ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছে বাংলাদেশসহ বিভিন্ন দেশ। তালিকায় চীনও রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সবাই একটা চুক্তি করতে চায়। আর যারা চুক্তি করতে চায় না, তাদের জন্য আমরাই চুক্তি তৈরি করবো। আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে প্রতিটি দেশের সঙ্গে চুক্তি করার আশা করছি।
ট্রাম্প আরও বলেন, শুল্ক নিয়ে বেইজিং বেশ কয়েকবার যোগাযোগ করেছে। সব মিলিয়ে আমি আত্মবিশ্বাসী- চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ‘খুব ভালো’ চুক্তি হবে।
শুল্ক নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ হওয়ার ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। আর এ নিয়ে দু’দেশের উচ্চপর্যায়ের কোনো বৈঠক শিগগির হওয়ারও কোনো সম্ভাবনা এখনও দেখা যায়নি।
চীন ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের পণ্যে আর শুল্ক বাড়াবে না বেইজিং। যুক্তরাষ্ট্রের সঙ্গে আর সংখ্যার প্রতিযোগিতায় আগ্রহী নয় তারা।
যদিও মার্কিন শুল্কযুদ্ধের মুখে পড়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আঞ্চলিক বাণিজ্য সহযোগিতা জোরদারে গত সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করেছেন।
চীনের সঙ্গে শুল্কযুদ্ধে পিছু হটছেন ট্রাম্প!
