Site icon The Bangladesh Chronicle

চাকসু নির্বাচন: শহীদদের স্মরণে দোয়া মাহফিলের মধ্য দিয়ে ছাত্রদলের প্রচারণা শুরু

আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা শুরু করেছে ছাত্রদল মনোনীত প্যানেল। জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে একটি দোয়া মাহফিলের মাধ্যমে তাদের নির্বাচনী কার্যক্রমের সূচনা হয়।

দোয়া মাহফিলের ছবি

শুক্রবার আসরের নামাজের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জুলাই আন্দোলনে নিহত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন, হৃদয় চন্দ্র তরুয়া এবং ওয়াসিম আকরামসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল উপস্থিত ছিল। প্যানেলটির সহ-সভাপতি (ভিপি) প্রার্থী হিসেবে সাজ্জাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হিসেবে শাফায়াত হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দোয়া মাহফিলে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরাও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াসিন। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জিয়া উদ্দিন বাসেত, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও রাজু আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Exit mobile version