Site icon The Bangladesh Chronicle

চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, আমাদের আরও সতর্ক থাকতে হবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

এবার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের আর যাওয়ার জায়গা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘বর্তমান সময়ে আমাদের নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। তাই আমাদের আরও সতর্ক ও সচেতন থাকতে হবে।’

আজ শুক্রবার রাজধানীর পূর্বাচলের একটি রিসোর্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘মানুষের সেবা করার মানসিকতা নিয়ে সব সময় প্রস্তুত রাখতে হবে। গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে। নিজেদের সকল কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে। প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না।’

দিনব্যাপী এ প্রীতি সমাবেশে জামায়াতের সাত শতাধিক ডেলিগেট অংশ নেন। ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি আবু সাঈদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান ও সেক্রেটারি রেজাউল করিম।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, সিলেট মহানগরের আমির ফখরুল ইসলাম, গাজীপুর মহানগর আমির জামাল উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দীন মানিক, ইয়াসিন আরাফাত, সালাউদ্দিন আইয়ুবী, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

prothom alo

Exit mobile version