Site icon The Bangladesh Chronicle

চট্টগ্রামে আইনজীবীর ওপর হামলাকারীদের ছবি প্রকাশ্যে

চট্টগ্রামে আইনজীবীর ওপর হামলাকারীদের ছবি প্রকাশ্যে

চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ প্রভু ব্রহ্মচারীর অনুসারীরা আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় ও আদালতের প্রবেশ সড়কে ‘হামলার শিকার’ হয়ে নিহত হন তিনি। এই হামলায় প্রত্যক্ষভাবে অংশ নেওয়া বেশকয়েকজন হামলাকারীর কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে।

হামলায় প্রত্যক্ষভাবে অংশ নেওয়া হামলাকারীরা

এসব ছবিতে দেখা গেছে, হামলাকারীরা হেলমেট পরে লাটিসোঁটা, রাম দা, বটি দা দিয়ে তেড়ে আসছে। কারও কারও মুখে আবার মাস্কও পরা ছিল। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া একটি ছবিতে হামলার পর কয়েকজন আলিফকে উদ্ধার করে নিয়ে যেতেও দেখা যায়।

কয়েকজন আলিফকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।

এর আগে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম আদালতে চিন্ময়ের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালতের বিচারক তার জামিন নামঞ্জর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় তার অনুসারীরা তাকে বহনকারী গাড়ির পথ রোধ করে তার মুক্তির দাবি করতে থাকে। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশ ও আইনজীবীদের সংঘর্ষ বাধে। এ সময় চিন্ময়ের অনুসারীদের হাতে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আলিফ নিহত হন। আলিফ লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে।

সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন বলেন, আদালত থেকে বাসায় ফেরার পথে সড়কে আইনজীবী সাইফুলের ওপর হামলা করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘হাসাপাতাল থেকে আমাদের পাওয়া তথ্যে জেনেছি নিহত ব্যক্তিকে লালদিঘী এলাকা থেকে আনা হয়েছে।’

Bangla Outlook

Exit mobile version