Site icon The Bangladesh Chronicle

ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ-মালদ্বীপ

mzamin

নিজেদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় বাংলাদেশ ও মালদ্বীপ। উভয় দেশের সম্পর্ক জোরদার করতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ অধিবেশনের ফাঁকে ওই বৈঠকে উভয় দেশের প্রধান নিজেদের সম্পর্ক ঘনিষ্ঠ করার ওপর জোর দিয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠকে উভয় দেশের বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, সার্ক সক্রিয়করণ, জলবায়ু পরিবর্তন সহ গবেষণা সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন তারা।

প্রধান উপদেষ্টা মালদ্বীপের সাথে ‘ঘনিষ্ঠ’ সম্পর্কের আহ্বান জানিয়ে বলেছেন, দুই দেশের মধ্যে জলবায়ুর পরিবর্তনের গুরুতর পরিবর্তন সহ অনেক বিষয়েই মিল রয়েছে। এক্ষেত্রে উভয় দেশই জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন ড. ইউনূস। উদ্ভূত বিপদের কথা উল্লেখ করে এ জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় জোর দেন তিনি। এসময় দেশের নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশের শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন মালদ্বীপের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, উভয় দেশই মৎস্য, পর্যটন এবং জলবায়ুর পরিবর্তনের ইতিবাচক ভূমিকার ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে। এসময় দুই দেশের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান মালদ্বীপের প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন, যদি আমরা একসঙ্গে কাজ করি তাহলে তা আমাদের উভয় দেশের নাগরিকদের জন্যই মঙ্গলজনক হবে। প্রধান উপদেষ্টা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর সক্রিয়তার মাধ্যমে এই অঞ্চলে অর্থনৈতিক স্থিতিশীলত বিনির্মাণে জোর দিয়েছেন। দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়া উচিত বলে মনে করেন অধ্যাপক ড. ইউনূস। মালদ্বীপের প্রেসিডেন্টকে তিনি বলেছেন, আমাদের আরও ঘনিষ্ঠ হওয়া উচিত, নিজেদের মধ্যে দূরত্ব বাড়ানো উচিত নয়।

manabzamin

Exit mobile version