Site icon The Bangladesh Chronicle

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউট রাউন্ডে চেলসি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউট রাউন্ডে চেলসি – ছবি : সংগৃহীত

এক ম্যাচ হাতে রেখেই ই গ্রুপের চ্যাম্পিয়ন হয় নক আউট রাউন্ড নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট চেলসি। সালজবুর্গকে ২-১ গোলের জয়ে পেয়েছে ইংলিশ ক্লাবটি।

গতকাল সালজবুর্গের ঘরের মাঠে মুখোমুখি হয় সালজবুর্গ ও চেলসি। ম্যাচের শুরুতেই লিড পেতে পারতো চেলসি। ম্যাচের ২ মিনিটে জর্জিনহোর লং পাস ও হেড মিস করেন বার্নান্ডো। এরপর ২৩ মিনিটে কোভাচিচের গোলে এগিয়ে যায় চেলসি। এরপর আরো বেশ কিছু চান্স ক্রিয়েট করলেও চেলসি আর গোল করতে পারেনি। সুযোগ পেয়েছিল সালজবুর্গও। তবে চেলসির গোলকিপার কেপার ম্যাজিকে গোল করতে পারেনি স্বাগতিকরা। চেলসির ১-০ লিডে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে সালজবুর্গ। ওবারের এসিস্টে দলকে সমতায় ফেরান স্ট্রাইকার এডামু। এরপর আবারো সুযোগ পায় চেলসি, কিন্তু সালজবুর্গকে আবার রক্ষা করেন স্ট্রাইকার এডামু। ম্যাচের ৬৪ মিনিটে পুলিসিচের এসিস্ট থেকে গোল করেন কাই হাভার্জ। চেলসি এগিয়ে যায় ২-১ গোলে।

এরপর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে গ্রাহাম পটারের শিষ্যরা। অন্যদিকে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব সেভিয়াও। ঘরের মাঠে কোপেনহেগেনকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

Exit mobile version