Site icon The Bangladesh Chronicle

গোপালগঞ্জে কারফিউ’র মেয়াদ বাড়ল

অনলাইন ডেস্ক

(৪৭ মিনিট আগে) ১৯ জুলাই ২০২৫, শনিবার, ৫:৫৩ অপরাহ্ন

গোপালগঞ্জে কারফিউ-এর মেয়াদ বেড়েছে। শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করার পর পুনরায় কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। চলবে শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান কারফিউ জারির ঘোষণা দেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিকাল পৌনে ৫টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও শহরের মানুষজনের চলাচল কম।

গত বুধবার জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির সমাবেশ ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। টানা ৫ ঘণ্টার ওই সংঘাতে নিহত হন অন্তত চারজন। পরে আহতদের মধ্যে একজন বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা যান।

Exit mobile version