Site icon The Bangladesh Chronicle

গুলি করে হত্যার ১৫ দিন পর বাংলাদেশীর লাশ ফেরত দিল বিএসএফ

বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ – ছবি : ইউএনবি

কুষ্টিয়া সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করার ১৫ দিন পর তার লাশ ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নিহত আবুল কাশেম (৩৫) দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ১৪১ বিএসএফ ব্যাটালিয়নের জলঙ্গী ক্যাম্পের অধিনায়ক বলরাম সিং এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেওয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশিকান্ত রায়।

নিহতের ভাই মিঠু লাশটি গ্রহণ করেন।

গত ১৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের জন্য বিএসএফের গুলিতে নিহত হন গরু ব্যবসায়ী আবুল কাশেম।

সূত্র : ইউএনবি

Exit mobile version