Site icon The Bangladesh Chronicle

গুঁড়িয়ে দেয়া হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ দোকান-স্থাপনা

স্টাফ রিপোর্টার

(২ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২৫ অপরাহ্ন

গুঁড়িয়ে দেয়া হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ দোকান ও স্থাপনা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটক এলাকা দিয়ে এই উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)।

উচ্ছেদ অভিযান এখনো চলছে। ইতিমধ্যে কয়েকশ দোকানপাট-স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে।

গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন শাহরিয়ার। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন।

এই ঘটনার পর সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে উদ্যানের নিরাপত্তা জোরদারে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে সরকার। এটির অংশ হিসেবে আজ সকাল থেকে উদ্যানে উচ্ছেদ অভিযান শুরু করে ডিএনসিসি।

এই প্রেক্ষাপটে গতকাল বুধবার রাতে ঢাবি প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে একটি সভা হয়। এতে রাত আটটার পর সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধসহ সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল তার ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানান।

Exit mobile version