Prothom Alo
ঢাকা
ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের ঢাকা মহানগরের দায়িত্বপ্রাপ্ত নেতা নিখিল দাস।
সমাবেশে বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, এটি মুসলমান বনাম ইহুদির যুদ্ধ নয়। এটি মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে ও ইসরায়েলি জায়নবাদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার লড়াই।
বজলুর রশীদ ফিরোজ বলেন, একদিকে ধর্ম, বর্ণ, দেশ নির্বিশেষে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী গণহত্যার প্রতিবাদ হচ্ছে। অন্যদিকে মার্কিন সাম্রাজ্যবাদের তাবেদার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো নির্বিকার রয়েছে। মিসর, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ কতিপয় মুসলিম দেশ জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এটি অত্যন্ত লজ্জাজনক।
গাজায় গণহত্যা এবং ইসরায়েলের ভূমিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনুসকে অবস্থান স্পষ্ট করার দাবি জানান বজলুর রশীদ ফিরোজ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।