Site icon The Bangladesh Chronicle

গণঅবস্থান কর্মসূচির অনুমতি পেয়েছে বিএনপি

ডিএমপি কমিশনারের সাথে বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথা বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন। – ছবি : নয়া দিগন্ত

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের একপাশের সড়কে গণঅবস্থান কর্মসূচি পালনের অনুমতি পেয়েছে বিএনপি। বুধবার (১১ জানুয়ারি) চার ঘণ্টার এ অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নয়াপল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। পুলিশের অনুমতিও আমরা পেয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি করব।’

এর আগে দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে ডিএমপি কার্যালয়ে যান তিনি। তারা কমিশনারের সাথে বৈঠক করেন।

 


Exit mobile version