Site icon The Bangladesh Chronicle

খুলনা বিভাগে করোনায় মৃত্যু ও শনাক্ত দুইই বেড়েছে

Daily Nayadiganta


খুলনা বিভাগে দুই দিন করোনাভাইরাসে মৃতের সংখ্যা কম থাকার পর আবার বেড়েছে। বৃহস্পতিবার সকালে পাওয়া তথ্যমতে আগের ২৪ ঘণ্টায় মারা যান ৪৭ জন। একই সময়ে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৩৯ জন।

এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৩৬ জনের এবং নতুন শনাক্ত হয় ১ হাজার ৬২১ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়। এছাড়া কুষ্টিয়া জেলায় ১০ জন, ঝিনাইদহ, যশোর ও চুয়াডাঙ্গায় ৪ জন করে, মাগুরা ও মেহেরপুরে দুইজন করে এবং নড়াইল ও সাতক্ষীরায় একজন করে মারা যান।

বিভাগে গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৪৫৯ জন, বাগেরহাট জেলায় ৮৮ জন, সাতক্ষীরায় ৯২ জন, যশোরে ২৯৮ জন, নড়াইলে ৪৩ জন, মাগুরায় ৭৬ জন, ঝিনাইদহে ৯৪ জন, কুষ্টিয়ায় ২৭৩ জন, চুয়াডাঙ্গায় ১৩১ জন এবং মেহেরপুরে ৮৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

Exit mobile version