Site icon The Bangladesh Chronicle

খুলনার বিভাগে ৪৬ জনের মৃত্যু

Daily Nayadiganta


খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু ও নতুন পজেটিভ শনাক্ত রোগীর দুটিই কমেছে।এ সময়ে ৪৬ জনের মৃত্যু এবং নতুন শনাক্ত হয় ৭৭২ জন। এর আগে শুক্রবার বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।

শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা জানান , গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ১০ জন, যশোরে ১০ জন, ঝিনাইদহে ৪ জন, মেহেরপুরে ও নড়াইলে দুজন করে মারা গেছেন।
প্রদত্ত তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় নতুন করোনা শনাক্ত হয়েছে ১৬১ জনের, সাতক্ষীরায় ৩৭ জন, যশোরে ২৫১ জন, নড়াইলে ৩১ জন, মাগুরায় ২৪ জন, ঝিনাইদহে ৩১ জন, কুষ্টিয়ায় ১৭৬ জন, চুয়াডাঙ্গায় ৭ জন এবং মেহেরপুরে ৪১ জনের।

Exit mobile version