এ সময় বিএনপির নেতা-কর্মীরা বলেন, এই সরকারের ভোট জালিয়াতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিভিন্ন সময় কবরবাসীকে জীবিত দেখিয়ে জাল ভোট দেওয়া হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচনেও কবরবাসীর ভোট নিয়ে টানাহেচঁড়া করা হতে পারে। এ জন্য মৃত ব্যক্তিরা যাতে কবর থেকে এসে ভোট না দেন, সে জন্য তাঁদের উদ্দেশে শপথবাক্য পাঠ করানো হয়েছে।
বিএনপির নেতা-কর্মীরা বলেন, কবরে শায়িত ব্যক্তিদের ককটেল মেরে দৌড়ে পালিয়ে যেতে দেখতে পান ‘গায়েবি’ মামলার তদন্ত কর্মকর্তারা। মৃত ব্যক্তিদের প্রতি অসম্মান-তাচ্ছিল্য এবং পরিবারের সঙ্গে তামাশাকারীদের অধ হবে। রাজনৈতিক ভিন্নমত থাকার কারণে মৃত ব্যক্তিদের বিনা চিকিৎসায় বা অপচিকিৎসা দিয়ে কারাগারে আটকে রেখে মৃত্যুকে ত্বরান্বিত করা ও আপনজনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে না দেওয়ার মতো ঘটনার সঙ্গে জড়িত সবাইকে উপযুক্ত জবাব দেওয়া হবে।
শপথ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতা স ম আবদুর রহমান, শের আলম, বদরুল আনাম খান, মাসুদ পারভেজ, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ, মো. জাহিদ হোসেন প্রমুখ।
মানব জমিন