Site icon The Bangladesh Chronicle

খালেদা জিয়াকে নিয়ে আসিফ নজরুলের আবেগঘন ফেসবুক পোস্ট ভাইরাল

খালেদা জিয়াকে নিয়ে আসিফ নজরুলের আবেগঘন ফেসবুক পোস্ট ভাইরাল

ছবি : সংগৃহীত

০৮ ফেব্রুয়ারি ২০২০

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাবন্দীত্বের দুই বছর পূর্ণ হলো আজ। খালেদা জিয়ার এই কারাবন্দীত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

নয়া দিগন্তের পাঠকদের জন্য আসিফ নজরুলের সেই পোস্ট হুবহু তুলে ধরা হল:

“খালেদা জিয়ার বন্দীত্বের দু’বছর পুরণ হলো l এক অর্থে বাংলাদেশও বন্দী আজ বহু বছর ধরে। তিনি যদি মুক্ত থাকতেন বাংলাদেশ বন্দী থাকতো না, থাকতো না এতোটা দুর্বল আর নতজানু হয়ে।

এদেশে লক্ষ কোটি টাকা লোপাট আর পাচার হয়। বহু চোর থাকে মহাদাপটে। জিয়ার নামে ট্রাষ্টে দুকোটি টাকা বেড়ে চার-পাচ কোটি টাকা হয়েছে। তবু খালেদা জিয়া শাস্তি পেয়েছেন। সেটিও মূলত তার কর্ম্কর্তাদের গাফলতি আর ভুলের কারণে।

এক টাকাও আত্নসাৎ করেননি খালেদা জিয়া। তবু তার নামে অপপ্রচার হয় এতিমের টাকা মেরে দেয়ার। কিন্তু কোন অপপ্রচার মুছতে পারবে না তার অতুলনীয় জনপ্রিয়তা, মুছে দিতে পারবে না তার আত্নত্যাগ।

বেগম খালেদা জিয়া, বাংলাদেশের মানুষ ভুল বুঝবে না আপনাকে।”

ইতোমধ্যেই তার সেই ফেসবুক পোস্টে ১১ হাজার রিয়েক্ট, ৫২০টি কমেন্ট ও ৫৪২ বার শেয়ার হয়েছে।

Exit mobile version