Site icon The Bangladesh Chronicle

খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

খালেদা জিয়া ও শাহবাজ শরিফ
খালেদা জিয়া ও শাহবাজ শরিফফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একজন মহান চরিত্র উল্লেখ করে চিঠিতে শাহবাজ শরিফ বলেছেন, জনসেবার প্রতি খালেদা জিয়া যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন, তা অনেকের কাছে অনুপ্রেরণার উৎস।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ওই চিঠি গত ৩১ জানুয়ারি লেখা। খালেদা জিয়ার উদ্দেশে তাতে বলা হয়েছে, ‘আপনার স্বাস্থ্যগত সমস্যার কথা জানতে পেরে আমি উদ্বিগ্ন এবং আপনার দ্রুত ও পূর্ণ আরোগ্যলাভের জন্য আমার শুভকামনা জানাচ্ছি।’

খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের প্রসঙ্গে চিঠিতে শাহবাজ শরিফ বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। জনসেবার প্রতি অটল থেকে আপনার আত্মোৎসর্গ অনেকের কাছে অনুপ্রেরণার উৎস।’

খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে শাহবাজ লেখেন, ‘আমি আপনার সুস্বাস্থ্য ও মঙ্গলের জন্য প্রার্থনা করছি। এই সময়টাতে আপনার, আপনার পরিবার এবং আপনার সমর্থকদের প্রতি আমাদের শুভকামনা রইল। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং আপনাকে সুস্বাস্থ্য দান করুন।’

Exit mobile version