Site icon The Bangladesh Chronicle

খালেদা জিয়াকে উপহার চীনা দূতাবাসের

 

স্টাফ রিপোর্টার

২৪ জুন ২০২৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার সামগ্রী পাঠিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। শুক্রবার বিকালে দূতাবাসের পক্ষ থেকে এসএফ ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে উপহার সামগ্রী  পৌঁছে দেয়া হয়েছে। এরমধ্যে কয়েকটি প্যাকেটে ফল ও উপহার রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

তিনি জানান, শুক্রবার বিকালে দূতাবাসের পক্ষ থেকে এসএফ ইন্টারন্যাশনাল কুরিয়ারের গাড়িতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কয়েকটি প্যাকেটে উপহার পৌঁছে দেয়া হয়। আমরা কেউ কার্যালয়ে ছিলাম না। জেনেছি, প্যাকেটের ওপরে ম্যাডামের (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) নাম লেখা ছিল। প্যাকেটগুলো ওনাকে পৌঁছে দেয়া হয়েছে।

এরআগে ২০২০ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী পাঠিয়েছিল ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস। ওই সময়ে উপহার সামগ্রী দেওয়ার পাশাপাশি দূতাবাস কর্মকর্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন।

 

Exit mobile version