Site icon The Bangladesh Chronicle

খালেদা ইস্যুতে একদফা আন্দোলনের হুমকি ফখরুলের

Naya Digonto | অনলাইন প্রতিবেদক

২১ নভেম্বর ২০২১, ১৮:৪৯, আপডেট: ২১ নভেম্বর ২০২১, ১৯:০৭

খালেদা ইস্যুতে একদফা আন্দোলনের হুমকি ফখরুলের – ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেন নইলে সরকার পতনের একদফা আন্দোলন শুরু হবে।

রোববার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দলের পক্ষ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিএনপি গঠিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি এ সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাকে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। অনতিবিলম্বে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দেয়া হোক। তা না হলে সরকার পতনের একদফা আন্দোলন শুরু হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ বক্তৃতা করেন।

Exit mobile version