Site icon The Bangladesh Chronicle

খাগড়াছড়ি ও ঢাকার পর নাটোরে বিএনপি’র সমাবেশে আওয়ামী সন্ত্রাস

 আমার দেশ
২৭ মে ২০২৩

নাটোরে বিএনপি’র সমাবেশস্থলের পাশে লাঠিসোটা হাতে ছাত্রলীগের সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়িতে বিএনপি’র সিনিয়র নেতা আবদুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলা ও ঢাকা জেলা বিএনপি’র সমাবেশে হামলার পর নাটোরে পুলিশ বেষ্টনীতে সমাবেশ করতে হয়েছে বিএনপিকে।

বিএনপি’র চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ৮টায় নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দিয়েছিল দলটি। তবে ছাত্রলীগের সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে সমাবেশস্থলের পাশে অবস্থান নেয় এবং সমাবেশ শুরুর আগেই ককটেল বিস্ফোরণ ঘটায়।

সমাবেশস্থলের আশে-পাশে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ একাধিক অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

এদিকে বিএনপি’র সমাবেশকে ঘিরে সমাবেশস্থলের পাশে লাঠি হাতে ছাত্রলীগের সন্ত্রাসীরা অবস্থান নেয়। এক পর্যায়ে পুলিশ সমাবেশস্থল ঘিরে রাখে। এতে প্রধান অতিথি বক্তব্য না দিয়েই সমাবেশ সমাপ্ত করতে হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি বক্তব্য না দিয়েই সমাবেশ কর্মসূচি শেষ করেন।

সমাবেশ শুরুর আগেই দলটির কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

‘উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, দুর্নীতির প্রতিবাদ’ এবং ১০ দফা দাবিতে এ সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে সমাবেশ করে জেলা বিএনপি।

একই সময় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে পিডিবি অফিসের সামনে তাদের আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা পিডিবি অফিসের সামনে অবস্থান নেন। আধা ঘণ্টা পর ছাত্রলীগের সন্ত্রাসীরা সেখান থেকে চলে যান। এর পরিপ্রেক্ষিতে সমাবেশের প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর বক্তব্যের আগেই সমাবেশ শেষ হয়।

Exit mobile version