Site icon The Bangladesh Chronicle

ক্রেডিট কার্ডের সুদহার বেড়ে হবে ২৫ শতাংশ

ক্রেডিট কার্ডের সুদহার বেড়ে হবে ২৫ শতাংশ

ক্রেডিট কার্ডধারীদের জন্য দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ঋণের সুদহার বৃদ্ধি পাওয়ায় ক্রেডিট কার্ডের সুদের হারও বাড়ছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর অনুরোধে ক্রেডিট কার্ডের ঋণের সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আগামী ১ জানুয়ারি থেকে ক্রেডিট কার্ডে সর্বোচ্চ সুদহার বেড়ে দাঁড়াবে ২৫ শতাংশ, যা এখন ২০ শতাংশ।

রোববার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, সুষ্ঠু ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং নীতি সুদহার ও ব্যাংকগুলোর ক্রমবর্ধমান তহবিল ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে ক্রেডিট কার্ডের ঋণের সুদহার সর্বোচ্চ ২৫ শতাংশ নির্ধারণ করা হলো। ব্যাংকগুলো ঋণের চাহিদা ও ঋণযোগ্য তহবিলের জোগান সাপেক্ষে এই সীমার মধ্যে ক্রেডিট কার্ডের সুদহার নির্ধারণ করবে। অন্যদিকে ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো তাদের বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে ক্রেডিট কার্ডের মুনাফার হার নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে। সেপ্টেম্বরে দেশের অভ্যন্তরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে ২ হাজার ৬৬৮ কোটি টাকা খরচ করেছেন। আগস্টে যার পরিমাণ ছিল ২ হাজার ৩৩২ কোটি টাকা। সেই হিসাবে আগস্টের চেয়ে সেপ্টেম্বরে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে খরচ ৩৩৬ কোটি টাকা বা ১৪ দশমিক ৪০ শতাংশ বেড়েছে।

বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন ডিপার্টমেন্ট স্টোরে। সেপ্টেম্বরে এ ধরনের প্রতিষ্ঠানে খরচের পরিমাণ ছিল ১১৬ কোটি টাকা। বিদেশের মাটিতে ক্রেডিট কার্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার ছিল রিটেইল আউটলেট সার্ভিসে। এ ধরনের প্রতিষ্ঠানে সেপ্টেম্বর মাসে বাংলাদেশিরা খরচ করেছেন ৭৪ কোটি টাকা। উভয় ক্ষেত্রেই খরচ আগস্টের তুলনায় বেড়েছে।

samakal

Exit mobile version