Site icon The Bangladesh Chronicle

ক্রীড়াঙ্গনের সিন্ডিকেট ভাঙতে চান ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়াঙ্গনের সিন্ডিকেট ভাঙতে চান ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ক্রীড়াঙ্গনের দুর্নীতি রুখতে সিন্ডিকেট ভাঙতে চান তিনি। সিন্ডিকেট করে ক্রীড়াঙ্গনে দুর্নীতি হয় বলে মনে করেন তিনি। এই সিন্ডিকেট ভাঙতে জেলা ক্রীড়া সংস্থায় ক্রীড়া সংগঠক ও ছাত্র প্রতিনিধি রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘দুর্নীতি মূলত হয় সিন্ডিকেট গঠনের কারণে। যাদের দায়িত্ব দেওয়া হয় তারা সিন্ডিকেট করে (সুযোগ-সুবিধা, অর্থ) নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে পরিচালনা করে। সিন্ডিকেট যেন না হতে পারে সেই ব্যবস্থা হিসেবে স্থানীয় ক্রীড়া সংগঠক, ছাত্র প্রতিনিধি রেখেছি। উপজেলাগুলোতে ছাত্র প্রতিনিধিরা ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করবে। সাবেক ক্রীড়া সাংবাদিকও যেন থাকেন।’

ক্রীড়াঙ্গনে প্রতিটি জায়গায় সংস্কার প্রয়োজন বলে মত দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়া সাংবাদিকদের কাছে ক্রীড়া বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন ও নির্ভরযোগ্য সংবাদ আহ্বান করেন। তিনি বলেন, ‘আপনারা ইতোপূর্বে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। আশা করি সামনেও করবেন। খেলোয়াড়রা কী করলেন, কেমন খেললেন এর সঙ্গে খেলার অনিয়ম-অসঙ্গতিও তুলে আনবেন। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।’

নির্ভরযোগ্য প্রতিবেদন প্রকাশের আহ্বানও জানিয়েছেন তিনি। প্রতিবেদনের থাম্বনেইল ও শিরোনাম একরকম এবং প্রতিবেদনের তথ্য অন্য রকম এমনটা দেখেছেন বলেও মন্তব্য করেছেন। অনেক সময় অনুমান নির্ভর প্রতিবেদনের কারণে খেলোয়াড়দের ওপর চাপ পড়ে বলেও মন্তব্য করেছেন তিনি। এ সময় ক্রীড়া মাধ্যমে উন্নতি করতে প্রয়োজনীয় পরামর্শ দেন সাংবাদিকরা।

samakal

Exit mobile version