Site icon The Bangladesh Chronicle

কোহলি আউট হতেই যা করলেন আফগান ক্রিকেটার

কোহলি আউট হতেই যা করলেন আফগান ক্রিকেটার – ছবি : সংগৃহীত

বিরাট কোহলির সাথে মাঠে বিবাদের স্মৃতি কি এখনো রয়েছে নবীন উল হকের মনে। নইলে বিরাট কোহলি ও রোহিত শর্মার লড়াই দেখার কথা সমাজমাধ্যমে কেন জানাবেন গৌতম গম্ভীরদের দলের বোলার! বিরাট আউট হওয়ার পরে খোঁচাও দিলেন আফগান পেসার।

মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হোটেলের ঘরে টিভিতে ওই খেলা দেখেছেন নবীন। ইনস্টাগ্রামে সে কথা জানিয়েছেন লখনৌ সুপার জায়ান্টসের আফগান পেসার। সেইসাথে আমের ছবিও দিয়েছেন তিনি। অর্থাৎ, আম খেতে খেতে রোহিত, কোহলিদের খেলা দেখছেন তিনি।

নবীন যে ছবি দিয়েছেন তাতে পীযূষ চাওলাকে দেখা যাচ্ছে। অর্থাৎ, বেঙ্গালুরু তখন ব্যাট করছিল। ইনিংসের প্রথম ওভারেই মাত্র ১ রানে আউট হয়ে গিয়েছেন কোহলি। তার পরেই আম খেতে খেতে খেলা দেখার কথা জানিয়েছেন নবীন।

লখনউ-বেঙ্গালুরু ম্যাচ চলাকালীন নবীনের সাথে বিবাদে জড়িয়েছিলেন কোহলি। ম্যাচ শেষে তাতে জড়িয়ে পড়েন গম্ভীর। দু’জনের বিবাদ থামাতে হিমশিম খান দু’দলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। এই ঘটনার জন্য কোহলি ও গম্ভীরের ম্যাচ ফি-র ১০০ শতাংশ এবং নবীনের ৫০ শতাংশ কেটে নেয়া হয়েছে।

এই ঘটনায় বিসিসিআইকে জড়িয়েছেন কোহলি। বোর্ডকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, বোর্ড তার ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেয়াতে তিনি খুশি নন। সেইসাথে বিরাট জানিয়েছেন, তিনি এমন কিছু বলেননি গম্ভীরকে, যার জন্য এত বড় শাস্তি দেয়া হলো।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Exit mobile version