Site icon The Bangladesh Chronicle

কোহলিই হাত টেনে ধরেছিলেন!

কোহলিই হাত টেনে ধরেছিলেন! – ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের ঝামেলার জন্য নবীন-উল-হক পুরোপুরি দায়ী করেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে। তিনি বিবিসিকে একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘ম্যাচ চলাকালীন এবং ম্যাচের পরে ওর এই সব কথা বলা উচিত হয়নি। আমি মোটেও লড়াই শুরু করিনি। ম্যাচের পর, আমরা যখন করমর্দন করছিলাম, বিরাট কোহলি তখন লড়াই শুরু করেছিলেন।’

আফ গান পেসার নবীন-উল-হক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন বিরাট কোহলির সাথে তার মাঠের ঝগড়া সম্পর্কে মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন যে বিরাট কোহলিই প্রথমে ঝামেলা শুরু করেছিলেন এবং ম্যাচের পরে জোর করে তার হাত ধরেছিলেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে দুই দলের মধ্যে তীব্র ঝামেলা শুরু হয়। যার জেরে বিরাট কোহলি লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরের মধ্যে ঝামেলা প্রায় হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল। তবে ঝামেলাটা বড় হওয়ার পিছনে আফগা ন তারকা নবীন-উল-হকও দায়ী। কোহলির সাথে তার উত্তপ্ত বাক্য বিনিময়ের জেরেই পুরো ঘটনাটি বড় আকার নিয়েছিল।

তবে এই ঝামেলার জন্য নবীন পুরোপুরি দায়ী করেছেন বিরাট কোহলিকে। তিনি বিবিসি-কে একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘ম্যাচ চলাকালীন এবং ম্যাচের পরে ওর এই সব কথা বলা উচিত হয়নি। আমি মোটেও লড়াই শুরু করিনি। ম্যাচের পর, আমরা যখন করমর্দন করছিলাম, বিরাট কোহলি তখন লড়াই শুরু করেছিলেন।’

আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য তিন জনকেই জরিমানা করা হয়েছিল। কোহলি এবং গম্ভীরকে তাদের পুরো ম্যাচ-ফি দিতে হয়েছিল, নবীনকে দিতে হয়েছিল অর্ধেকটা। তিনি বলেন, জরিমানার দিকে তাকালেই বুঝবেন কারা শুরু করেছে।

নবীন বলেন, ‘আমি শুধু একটা কথা বলতে চাই, আমি সাধারণত কাউকে স্লেজ করি না। এমনকি যদি আমি এটা করি, তখনই ব্যাটসম্যানরা বলবে। আমি একজন বোলার। ওই ম্যাচে আমি একটি শব্দও উচ্চারণ করিনি। আমি কাউকে স্লেজ করিনি।’

তিনি আরো যোগ করেন, ‘খেলোয়াড়রা যারা সেখানে ছিল, তারা জানে আমি কী ভাবে পরিস্থিতি মোকাবেলা করেছি। আমি কখনও-ই মেজাজ হারাইনি, সে আমি যখন আমি ব্যাটিং করছিলাম বা ম্যাচের পরেও। ম্যাচের পর যা করেছি, তা সবাই দেখতে পেয়েছে। আমি শুধু করমর্দন করছিলাম এবং তার পরে ও (কোহলি) জোর করে আমার হাত ধরেছিল এবং আমিও মানুষ, তাই আমিও প্রতিক্রিয়া জানিয়েছিলাম।’

আইপিএলে তার প্রথম মরশুমে আফগান সিমার ৭.৮২-র ভালো ইকোনমি রেটসহ আটটি ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন। আইপিএলে খেলার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নবীন বলেন, ‘এ বছর আইপিএলে খেলার সৌভাগ্য আমার হয়েছে। এটা একটা মহান অভিজ্ঞতা ছিল। আমি এর আগে এমন কিছু অনুভব করিনি। আমি বিভিন্ন খেলোয়াড়ের কাছ থেকে শুনেছি, যারা আইপিএল খেলেছে, তবে এবার নিজের অভিজ্ঞতা হলো।’
সূত্র : হিন্দুস্তান টাইমস

Exit mobile version