Site icon The Bangladesh Chronicle

কোনো কৌশলেই নির্বাচন করতে পারবে না সরকার: গণতন্ত্র মঞ্চ

কোনো কৌশলেই নির্বাচন করতে পারবে না সরকার: গণতন্ত্র মঞ্চমিছিলে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। ছবি-সংগৃহীত

ডামি প্রার্থী রাখার কৌশল নিয়েও সরকার ভোট করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে গণতন্ত্র মঞ্চ। দলটির নেতারা বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের কোনো কৌশলই টিকবে না।

৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের নেতারা এই হুঁশিয়ারি দেন। সরকারের পদত্যাগ ও ‘একতরফা’ তপশিল বাতিলের দাবিতে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মী বিজয়নগর-তোপখানা রোডে মিছিল করে। পরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে তারা।

ক্ষমতাসীনদের উদ্দেশ্যে মান্না বলেন, সারা বিশ্ব বলেছে, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। সরকারকে বলব, সারাদেশের মানুষ রাজপথে যেমন করে নেমেছে, আন্দোলন যেমন করে চলছে, আপনাদের কোনো কৌশল টিকবে না।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের পরিচালনায় আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।

সমকাল

Exit mobile version