Site icon The Bangladesh Chronicle

কোটা আন্দোলনকারীদের ভিডিও করায় তুলে নিয়ে পিটুনি

কোটা আন্দোলনকারীদের ভিডিও করায় তুলে নিয়ে পিটুনি

কুমিল্লায় কোটা বাতিলের দাবিতে আন্দোলনের সময় ভিডিও করায় এক শিক্ষার্থীকে তুলে হলে নিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটান বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১২ জুলাই) বিকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নজরুল হলে এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীর নাম তামিম হোসেন। তিনি ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র । তিনি কলেজ সাংবাদিক সমিতির সদস্যও।

একাধিক শিক্ষার্থী জানান, শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দেন ভিক্টোরিয়া কলেজের ছাত্ররাও। ধর্মপুর এলাকায় তারা বিক্ষোভ মিছিল করছিলেন। সেখানে সংবাদ সংগ্রহে যান সাংবাদিকরা। তাদের মধ্যে তামিম হোসেনও ছিলেন।

তারা আরও জানান, আন্দোলনে বাধা দিতে নজরুল হল ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে যান। তাদেরই একটি দল তামিমকে তুলে নিয়ে যায়।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান এ বিষয়ে  বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হলের প্রভোস্টকে বলা হয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, কলেজের নজরুল হলে কয়েকজন ওই শিক্ষার্থীকে আটক করেছে বলে পুলিশের কাছে খবর আসে। পরে শিক্ষকদের তত্ত্বাবধানে ওই শিক্ষার্থীকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Bangla Outlook

Exit mobile version