Site icon The Bangladesh Chronicle

কোকোর মৃত্যুবার্ষিকীতে ফিরোজায় দোয়া ও কুরআন খতম

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ মাগরিব দিনভর কুরআন খতম শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ভার্চুয়ালি সংযুক্ত হন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ক্রীড়া সংগঠন মরহুম আরাফাত রহমান কোকোর দোয়া মাহফিলে তার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ছাড়াও আরো ছোট মামা শামীম এস্কান্দার, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, বেগম খালেদা জিয়ার ছোট ভাইয়ের ছেলে অভিক এস্কান্দার, নিরাপত্তা কর্মকর্তা কর্ণেল অবসরপ্রাপ্ত মো: ইসহাক মিয়া, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, অ্যাডভোকেট মেহেদী, বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারসহ বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয় ও বাসভবনের কর্মকর্তা।

nayadiganta

Exit mobile version