কেরানীগঞ্জ, ঢাকা
কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের ওপর হামলা ও হুমকির ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীসহ ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি করে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, গত বৃহস্পতিবার জিনজিরা সড়ক এলাকায় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে হামলা চালান। তাঁরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন। এ ছাড়া বিএনপির নেত্রী পুলিশকে প্রকাশ্যে হুমকি দেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নিপুণ রায়সহ ১৬ জনকে এজাহারভুক্ত করে এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা বাসরোড এলাকার বিএনপি কার্যালয়ের সামনের সড়কে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেনের বাড়িতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। এরপর সেখান থেকে সংগঠনের সভাপতি নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলে বিএনপির নেতা-কর্মীরা সড়কে বসে অবস্থান নেন। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে।