কেন্দ্র ‘দখল ও নিয়ন্ত্রণে’ রাখার আহ্বান আ.লীগ নেতা আবদুর রহমানের
The Bangladesh Chronicle
২৯ জানুয়ারি ২০২০
আবদুর রহমানছাত্রলীগসহ দলীয় নেতা-কর্মীদের ভোটের দিন সকাল থেকে ভোটকেন্দ্র ‘দখল ও নিয়ন্ত্রণে’ রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান। আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় প্রার্থী ফজলে নূর বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূঁইয়ার এতে সভাপতিত্ব করেন। সভায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাংসদ আমির হোসেন আমু সভায় উপস্থিত থাকলেও তিনি কোনো বক্তব্য দেননি।