Site icon The Bangladesh Chronicle

কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ যেকোনো সময় শূন্য হয়ে যেতে পারে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অবস্থা অত্যন্ত খারাপ, যেকোনো সময় শূন্য হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের। তিনি বলেছেন, যে কোনো সময় রিজার্ভ শূন্য হয়ে যেতে পারে। সে কারণে এখন অনেক দেশ আমাদেরকে আর টাকা ধার দিতে চাচ্ছে না। গতকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, রিজার্ভের অবস্থা অত্যন্ত খারাপ। যেকোনো সময় আমাদের রিজার্ভ শূন্য হয়ে যেতে পারে। এখনই অনেক দেশ আমাদেরকে আর টাকা ধার দিতে চাচ্ছে না। আমরা ধার পরিশোধ করতে পারবো কিনা সেটারও কোনো নিশ্চয়তা নেই। তিনি বলেন, পদ্মা সেতু আমরা নিজের টাকা দিয়ে করিনি। ব্যাংক থেকে লোন নিয়ে করতে হয়েছে। ব্যাংক থেকে ৬ থেকে ১০ শতাংশ হারে লোন নিয়ে পদ্মা সেতু করেছি। সব শুভঙ্করের ফাঁকি। সরকার এখন শুভঙ্করের ফাঁকি দিয়ে উন্নয়ন করছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার বাজেট করে অনেক বাহাদুরি করছে। এরশাদ সাহেব আপনাদের (আওয়ামী লীগ সরকার) মতো জনগণকে কষ্ট দেয়নি, জনগণের ওপর জুলুম করেনি।

জিএম কাদের বলেন, আমাদেরকে উন্নয়নের জন্য বিদেশি ব্যাংক থেকে লোন নিতে হয়, দেশি ব্যাংক থেকে লোন নিতে হয়। লোন নিতে নিতে দেশের ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে। অনেক বেশি সুদে বিদেশ থেকে লোন নিতে হয়। এখন আমাদের বিদেশি লোন ১০০ বিলিয়ন ডলারের উপরে হয়ে গেছে।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে হুসেইন মুহম্মদ এরশাদের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, এরশাদের মধ্যে ক্ষমতার লোভ কখনোই ছিল না। তার নয় বছরের শাসনামলে তিনি শুধু এই জাতির জন্য কাজ করে গেছেন। স্বাধীনতার ৫২ বছরে যারা দেশ শাসন করেছেন তাদের মধ্যে অনেকেই দুর্নীতি করেছেন। কিন্তু, হুসেইন মুহম্মদ এরশাদ সবসময় দেশের কাজ করে গেছেন।

জিএম কাদেরের সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এ.বি.এম. রুহুল আমীন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য বেগম শেরিফা কাদের, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আহসান আদিলুর রহমান প্রমুখ।

শেরপুর জেলা সংবাদদাতা জানান, শেরপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে শেরপুর পৌর টাউন হলে জেলা জাতীয় পার্টির এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় শেরপুরের জাতীয় পার্টির সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহ্ মোহাম্মদ হারুন জিলানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শ্রী মানিক কর্মকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক মনি। মিলাদ মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম ঠান্ডা, জেলা আইনজীবী ফেডারেশনের সভাপতি অ্যাড. মো. আব্দুল কাদের খান, জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল হালিম, শহর জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ আলী, শহর জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক মো. আ. মুন্নাফ মুন্না, শহর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. এস এ বাবুল, শহর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল আলম আকন্দ, শহর জাতীয় পার্টির অর্থ বিষয়ক সম্পাদক মো. জেসমুল হুদা লেবুসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ এবং জেলা ও উপজেলা পর্যায়ে শহর জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌর জাতীয় পার্টির আয়োজনে গতকাল রোববার নাচোল ইলামিত্র পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা মরহুম পল্লীবন্ধু আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাচোল পৌরসভার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, প্রধান বক্তা ছিলেন নাচোল উপজেলা শাখার জাতীয় পার্টির সাবেক সভাপতি আজগর আলী।
এ সময় বক্তব্য রাখেন নাচোল পৌর কমিটির সাধারণ সম্পাদক দুরুল হুদাসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। সভায় জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের জান্নাতুল ফেরদাউস কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

dailyinqilab.

Exit mobile version