Site icon The Bangladesh Chronicle

কেউ আশা না করলেও মুমিনুল করেছিলেন

মুমিনুল হক – ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটি জয় করে শনিবার দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবারের ফেরাটা তাই মুমিনুলদের জন্য বেশ রোমাঞ্চের।

বিকেল ৫টায় ঢাকায় হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় ক্রিকেটারদের বহনকারী বিমান।

এই বহরে ছিলেন মোট ২৪জন। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এবং সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম আগেই ঢাকায় ফিরেছেন। ২৪ জনের বহরে ঢাকায় ফিরেননি কোনো কোচ। সবাই ছুটি নিয়ে ফিরে গেছেন নিজ নিজ দেশে।

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ক্রিকেটের যেকোন ফরম্যাটে জয় আসে মুমিনুলের নেতৃত্বে। স্বভাবতই খুশি টাইগার ক্যাপ্টেন। কিন্তু তিনি তাকাতে চান সামনের দিকে।

বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের মাটিতে এবার এই দল নিয়ে আমরা জিততে পারব কেউ আশা করেনি। তবে আমি অল্প হলেও করেছিলাম।’

মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয়, আপনারাও আশা করেননি, আমার দলেও অনেকে আশা করেনি। হয়তো আমি কিছুটা আশা করেছিলাম (জয় পাওয়া প্রসঙ্গে)। তবে এখন যেহেতু জিতেছি, আমি ওইটার থেকে বেশি ভাবছি, চিন্তা করছি পরের সিরিজগুলো নিয়ে।’

তিনি আরও বলেন, ‘সামনে ভারতের বিপক্ষে সিরিজ আছে, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ আছে। ওই সিরিজগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। একজন অধিনায়ক হিসেবে আমি সেটা মনে করছি।’

দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ড ৮ উইকেটে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে যদিও বাংলাদেশ হারে ইনিংস ও ১১৭ রানে। তারপরও হয় সিরিজ ড্র। যে কৃতিত্ব বাংলাদেশের জন্যও প্রথম।

Exit mobile version