Site icon The Bangladesh Chronicle

কিছুটা কমেছে করোনা, বাড়ছে ডেঙ্গু

কিছুটা কমেছে করোনা, বাড়ছে ডেঙ্গু – ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩২১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৪৬ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৭৫ জন।

 

এতে আরো জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৪ হাজার ২২১ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময় হাসপাতাল থেকে সেবা এবং ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮৯৬ জন।

এরমধ্যে ঢাকার সরকারি-বেসরকারি ৪১টি হাসপাতালে এক হাজার ৮০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ১৯১ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৫৪ জন।

সূত্র : বাসস

Exit mobile version