Site icon The Bangladesh Chronicle

কিউইদের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

কিউইদের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশ একাদশসিলেটে অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: বিসিবি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ দল। নাজমুল শান্তর নেতৃত্বে নতুন শুরুর একাদশে নতুন ক্রিকেট থাকার সম্ভাবনা কম।

তরুণ বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ আছেন টেস্ট দলে। তবে তার একাদশে থাকার সম্ভাবনা একেবারেই কম। অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন। তার সঙ্গে মেহেদী মিরাজেরও একাদশে জায়গা এক প্রকার নিশ্চিত। ২০১৬ সালে টেস্ট অভিষেকের পর দলে নিয়মিত তিনি।

সঙ্গে সিলেটের উইকেটের দাবি মিটিয়ে তৃতীয় স্পিনার হিসেবে খেলতে পারেন নাঈম হাসান। প্রায় দেড় বছর আগে আট টেস্টের ক্যারিয়ারের শেষটি খেলেছেন তিনি। সাকিব আল হাসান দলে থাকলে তার এবারও খেলার সুযোগ মিলত কিনা সন্দেহ।

পেস আক্রমণে খালেদ আহমেদের থাকাটা এক প্রকার নিশ্চিত। নতুন বলে আক্রমণ শানতে থাকতে পারেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। ব্যাটারদের মধ্যেও নতুন মুখ থাকার সম্ভাবনা কম। তবে অভিজ্ঞতার ঘাটতি থাকছে কিছুটা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকির হাসান, মাহমুদুল জয়, নাজমুল শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

সমকাল

Exit mobile version