Site icon The Bangladesh Chronicle

কাল সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও আফগানিস্তান

Daily Nayadiganta (নয়া দিগন্ত) : Most Popular Bangla Newspaper

কাল সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও আফগানিস্তান – ছবি : সংগৃহীত

আগামীকাল এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান।

আজ আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান জিতে গেলে, শ্রীলঙ্কাকে নিয়ে ফাইনালে উঠবে পাকিস্তান। এতে কালকের ভারত-আফগানদের ম্যাচের কোনো গুরুত্ব থাকবে না।

আফগানিস্তানকে হারালে ২ ম্যাচে ৪ পয়েন্ট হবে পাকিস্তানের। ২ ম্যাচে ইতোমধ্যে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে শ্রীলঙ্কাও। তাই পাকিস্তানের জয়ে শ্রীলঙ্কারও ফাইনাল নিশ্চিত হয়ে যাবে।

এমনকি আগামী ৯ সেপ্টেম্বর, পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার সুপার ফোরের শেষ ম্যাচেরও কোনো গুরুত্ব থাকবে না। আগামী ১১ সেপ্টেম্বর হবে ফাইনাল।
গ্রুপ পর্বে পাকিস্তানকে ৫ উইকেটে ও হংকংকে ৪০ রানে হারিয়ে সেরা দল হয়েই সুপার ফোরে ওঠে ভারত। কিন্তু সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারের স্বাদ পায় ভারত। আর গতরাতে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে টুর্নামেন্টের ফাইনাল খেলার আশা বলতে গেলে নিশেষ হয়ে গেছে ভারতের।

তবে এখনো অনেক যদির ওপর নির্ভর করছে ভারতের ফাইনাল খেলা। আজ পাাকিস্তানের বিপক্ষে আফগানিস্তান জিতলেই, ভারতের আশা বেঁচে থাকবে। তবে কাল আফগানিস্তানকে হারতেই হবে ভারতকে। সেই সাথে আগামী ৯ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের আশায় থাকতে হবে ভারতকে। তখন পাকিস্তান-আফগানিস্তান ও ভারতের পয়েন্ট হবে সমান ২। এরপর রান রেটের হিসেবে ফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ নির্ধারণ করা হবে।

এদিকে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে আজকে পাকিস্তান ও কাল ভারতকে হারাতেই হবে আফগানিস্তানকে। সেই সাথে শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের হারের প্রত্যাশা করতে হবে আফগানদের।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে ওঠে আফগানিস্তান। তবে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে ম্যাচ হারে আফগানরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কাল ভারত-আফগানিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এখন পর্যন্ত ৩বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। সবগুলোতেই জিতেছে ভারত। সর্বশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আফগানদের ৬৬ রানে হারিয়েছিল ভারত।

এশিয়া কাপে দু’বার মুখোমুখি হয় ভারত ও আফগানিস্তান। এশিয়া মঞ্চে একবার জয় পায় ভারত। অন্যটি টাই হয়। ২০১৮ সালের এশিয়া কাপে দুবাইয়ে ভারত-আফগানদের ম্যাচটি টাই হয়েছিল।

প্রথমে ব্যাট করে ওপেনার মোহাম্মদ শেহজাদের ১২৪ রানের ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৮ উইকেটে ২৫২ রান করে আফগানিস্তান। জবাবে ৪৯ দশমিক ৫ বলে ২৫২ রানে গুটিয়ে যায় ভারত। ওই ম্যাচের ভারতের নেতৃত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

সূত্র : বাসস

Exit mobile version