Site icon The Bangladesh Chronicle

কারাবন্দী ফখরুলের বাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

কারাবন্দী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। – ছবি : নয়া দিগন্ত

কারাবন্দী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারকে সহমর্মিতা জানাতে তার উত্তরার বাসায় গেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় বিএনপি মহাসচিবের বাসায় আসেন কয়েকটি রাজনৈতিক দলের জোট- গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ।

প্রথমে আসেন নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।

এরপর আসেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব ফারুক রহমান প্রমুখ।

 

Exit mobile version