Site icon The Bangladesh Chronicle

কাতার বিশ্বকাপে পগবার খেলার ব্যাপারে আশাবাদী দেশ্যম


ডান হাঁটুর ইনজুরির কারণে আসন্ন কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তারকা মিডফিল্ডার পল পগবার। কিন্তু ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশ্যম বিশ্বাস করেন বিশ্বকাপের আগেই পগবা ফিট হয়ে মাঠে ফিরবেন।

এবারের গ্রীষ্মে ফ্রি-ট্রান্সফার সুবিধায় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে ফিরে গেছেন পগবা। যে ধরনের ইনজুরিতে তিনি পড়েছেন তাতে এ বছর তার আর মাঠে নামার সম্ভাবনা কম বলেই চিকিৎসকরা ইঙ্গিত দিয়েছেন। কিন্তু স্থানীয় গণমাধ্যমে এক সাক্ষাতকারে দেশ্যম পগবার ব্যপারে তার আশাবাদের বিষয়টি স্পষ্ট করে বলেছেন, ‘তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কোনো ধরনের শঙ্কা থাকার কথা নয়।’

আপাতত পগবার হাঁটুতে কোনো ধরনের অস্ত্রোপচার লাগছে না। আর সে কারণেই কাতারে তার খেলার ব্যপারে অনেকেই আশাবাদী।

দলের দুই মূল তারকা পগবা ও এন’গোলো কান্টের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশ্যম বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সম্পর্কে আলোচনা করেছি। তারা আমার দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাদের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। বিশ্বকাপের দলে তাদের থাকাটা জরুরি। কিন্তু কোনোকিছু নিয়েই আমরা এ মুহূর্তে শতভাগ নিশ্চিত হতে পারছি না। সে কারণেই দলের তরুণদের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করতে হবে। অবশ্যই আমার সাথে পগবার যোগাযোগ আছে। এ মুহূর্তে তার বিশ্বকাপে খেলা নিয়ে আমার মধ্যে অন্তত কোনো শঙ্কা নেই।’

সূত্র : বাসস


Exit mobile version