Site icon The Bangladesh Chronicle

করোনা শনাক্তের সংখ্যা মহামারী শুরুর পর্যায়ে

নয়া দিগন্ত অনলাইন

করোনাভাইরাসে নতুন শনাক্তের সংখ্যা গত বছরের এপ্রিল মাসের পর্যায়ে চলে গিয়েছে। – ফাইল ছবি


বাংলাদেশে করোনাভাইরাসে নতুন শনাক্তের সংখ্যা গত বছরের এপ্রিল মাসের পর্যায়ে চলে গিয়েছে।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১৬৬ জন আর মৃত্যু হয়েছে আটজনের।

১৩ হাজার ২৪০টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত বছরের ১২ এপ্রিল এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল। সেদিন কোভিড-১৯ শনাক্ত হয়েছিল ১৩৯ জনের।

এরপর দিনই শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১৮২ জনে।

এই বছরের মাঝামাঝি করোনাভাইরাস রোগী শনাক্ত ও মৃত্যু রেকর্ড ছুঁলেও আগস্ট মাস থেকে আবার কমতে শুরু করে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে রোগী শনাক্তের হার নেমে এসেছে ১.২৫ শতাংশে।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়ে বাংলাদেশে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জন। আর সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৬২ জনের।

এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জন।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় ২০২০ সালের আটই মার্চ। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

সূত্র : বিবিসি

Exit mobile version