Site icon The Bangladesh Chronicle

করোনা ভাইরাস: বাংলাদেশে কোভিড-১৯ সুস্থতার হার ৬৭% দাবী করছে সরকার

বিবিসি বাংলা, ঢাকা

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,৯৫০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন।

এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪,৪৪৭ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ জন।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১২,৮৪৭ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৪.৭৬%।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৯৫৮টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১,৬৬১ জন।

এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৮৫২ জন।

নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ১০ জন।

Exit mobile version